গাজীপুর মহানগরের ৩৬ নম্বর ওয়ার্ডের ভয়াবহ মহামারী করোনার মাঝেও সন্ত্রাস ও চাঁদাবাজি থেমে নেই।মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের গাছা কলোনির চিহ্নিত সন্ত্রাসী সজল কাজল বাহিনীর কাছে এলাকাবাসী জিম্মি হয়ে আছে দীর্ঘদিন যাবৎ।
এই সন্ত্রাসীদের বিরুদ্ধে গাছা থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় একাধিকবার তারা পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছে এবং পরে আদালত থেকে জামিনে বের হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের মতই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খোলার সাহস পায় না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, জমি দখল থেকে শুরু করে এমন কোন হীন কাজ নেই যে এরা করে না।