-
- শিক্ষা
- নবীনগরে পিতার লাশ দাফন করে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়া আমিরুল পেলেন গোল্ডেন জিপিএ-.৫
- প্রকাশিত হয়েছে: মে, ৩১, ২০২০, ১০:১৯ অপরাহ্ণ
- 361 জন দেখেছে
সফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি ,,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবার লাশ দাফন করে সব কষ্টকে আড়াল করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা সেই আমিরুল ইসলাম গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জানা যায়, পরীক্ষার আগের দিন বিকেলে পরীক্ষার আসন বিন্যাস দেখতে গিয়ে স্কুলের গেইটের নামফলক ধ্বসে পড়ে নিহত হন তার বাবা খোরশেদ আলম (৬৮)।
রবিবার ফলাফল প্রকাশ হলে কান্নাজনিত কণ্ঠে আমিরুল বলেন, আজ আমার বাবা বেচে থাকলে কতই না আনন্দিত হত। এ ব্যাপারে সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আমার বিদ্যালয় হতে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এর মধ্যে আমিরুল ও জিপিএ-৫ পেয়েছে।সে একজন মেধাবী ছাত্র তার জন্য সবাই দোয়া করবেন।
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর