-
- আইন ও বিচার, ঢাকা বিভাগ, নারী ও শিশু, বিশেষ সংবাদ, শিক্ষা
- এক মেধাবী ছাএীর অকাল মৃত্যু, জিপিএ 5 পেয়েছে “সাবরিনা সুলতানা নূরা”
- প্রকাশিত হয়েছে: মে, ৩১, ২০২০, ৩:২৬ অপরাহ্ণ
- 726 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদকঃ বাংলা নিউজ টিভি,,শ্রীপুরের জৈনা বাজার এলাকার ১নং তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নিশংস, নির্মমভাবে ধর্ষণ করার পর মা,মেয়ে সহ -সপরিবারে হত্যা করে খুনি পাষণ্ডরা।
মেধাবী ছাএী সাবরিনা সুলতানা নুরা, কে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। বড় অবেলায় একটি পরিবার একটি স্বপ্ন চিরদিনের জন্য ধুলিস্যাৎ হয়ে গেছে।
বাবা রেজোয়ান কাজল মালোশিয়া প্রবাসী, মেয়ের অসাধারণ সাফল্যে জিপি 5 পাওয়া রেজাল্ট বুকে নিয়ে আত্মচিৎকার করছেন মালয়েশিয়া থেকে আর বলছেন মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল আমার।
খুনিরা আমার জীবনকে তছনছ করে দিয়েছে বারবার মনে পড়ছে নুরার কথা …….
(উল্লেখ্য গত মাসের ২৩ তারিখ শ্রীপুরের আবদার গ্রামে দিবাগত রাতে খুনিরা মালয়েশিয়াপ্রবাসী রেজওয়ান কাজলের ৭ বছরের প্রতিবন্ধি পুত্রসন্তান ফাদিল, স্ত্রী ফাতেমা স্মৃতি এবং দুই মেয়েকে ধর্ষণ করার পর নির্মমভাবে হত্যা করে।
এইচ এ কে একাডেমি থেকে জিপিএ ৫ পেয়েছে নুরা।
NURA SABRINA; SSC BOARD: DHAKA; ROLL: 123223; RESULT: PASSED; GPA: 5.00; LTRGD: 101:A+,107:A+,109:A+,150:A ,111:A+,136:A+,137:A+,138:A+,154:A+,126:A+.
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর