-
- আইন ও বিচার, ঢাকা বিভাগ, নারী ও শিশু, প্রশাসন, বিশেষ সংবাদ
- গাজীপুর পুষ্পদাম রিসোর্ট থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্তায় নারী, পুরুষ, দালাল সহ ১১ জন আটক।
- প্রকাশিত হয়েছে: মে, ৩০, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ
- 642 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদকঃগাজীপুরের পুষ্পদাম রিসোর্টে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে জয়দেবপুর থানা পুলিশ পতিতা নারী পুরুষ দালাল সহ ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন-১.সাইফুল ইসলাম রবিন (২৪) পিতাঃ রফিকুল ইসলাম, সাং টেপিরবাড়ী ২.শারমিন আক্তার (১৯) পিতাঃ শহিদুল ইসলাম খান, সাং গোদারচালা ৩.মোঃ সুমন (২৪) পিতাঃ তাইজুদ্দিন,সাং মুলাইদ ৪. রুপা (৩০) পিতাঃ মৃত আব্দুর রহিম, সাং বারতোো সর্বথানা শ্রীপুর। ৫. রিপন মিয়া (২৮) পিতাঃ আকবর আলী, সাং পাড়াগাঁও থানাঃ ভালুকা, ৬. ফারজানা (২৪) স্বামীঃ টিপু আহমেদ সাং পাড়াগাঁও ভালুকা, ৭.খোকন (৪০) পিতাঃ নিজাম উদ্দিন সাং চরপাড়া থানাঃ ত্রিশাল। ৮ ঝর্ণা আক্তার (২৪) পিতাঃ জালাল মিয়া সাং সিডস্টোর কামারিয়ার চালা থানা ভালুকা। দালালকৃতরা হলেন সিকিউরিটি ৯.আব্দুল মতিন পিতাঃ মোজাহার আলী প্রামাণিক সাং বিন্নাবাড়ী থানাঃ চাটমোহর,পাবনা। ১০. রেস্টুরেন্টের ওয়েটার শরীফ মিয়া পিতাঃ মানিক মিয়া সাং পূর্ব কাইলানী কান্দা থানাঃ হালুয়াঘাট ময়মনসিংহ, ১১.রিসোর্ট আবাসিক বয় হাসান পিতাঃ খলিল সাং বাতুয়ার কান্দা থানাঃ নালিতাবাড়ী জেলাঃ শেরপুর।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিওিতে শুক্রবার জুম্মার নামাজের সময় জয়দেবপুর থানা ওসি জাবেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গাজীপুর সদর উপজেলার পুষ্পদাম রিসোর্টে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৩ জন দালাল রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম।
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর