এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পল্লিতে মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুপালী বেগম (২৫) নামের এক গৃহবধু গলায় দড়িনিয়ে আত্নহত্যা করেছে । মৃত রুপালী ফলসী ইউনিয়নের সিংগা গ্রামের লিটন আলীর স্ত্রী ।
রুপালী বেগমের মা নবিরন নেসা ও দেবর জাকির হোসেন জানান মঙ্গলবার সকালে রান্নার জন্য তরকারী ধোয়াকে কেন্দ্রকরে বড় মেয়ে সুমাইয়ার সাথে রুপালী বেগমের ঝগড়া হয় এক পর্যায়ে সকাল আনুমানিক ১০টায় রুপালী বেগম নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ।
রুপালীর মা আরও জানান তার মেয়ে খুব আবেগপ্রবণ ছিল, প্রায়-ই সে সামান্য ঘটনায় আত্মহত্যা করবে বলে বেশীর ভাগ সময়ে শাসাতো।
এ ঘটনায় স্থানিয় থানায় অপমৃত্যু মামলা হয়েছে । পুলিশ মৃতের সুরতহাল শেযে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে প্রেরণ করেছে ।
বাংলা নিউজ টিভি , বার্তা বিভাগ ১: