-
- আইন ও বিচার, দুর্নীতি ও অপরাধ, বাংলাদেশ, রংপুর বিভাগ
- সাদুল্লাপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
- প্রকাশিত হয়েছে: মে, ২৭, ২০২০, ৮:৫৬ অপরাহ্ণ
- 270 জন দেখেছে
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবুল কালাম আজাদ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) রাত ১১ টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রাম থেকে আজাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নিহত আবুল কালাম আজাদের দুই স্ত্রী। এর মধ্যে দ্বিতীয় স্ত্রী শিউলী বেগমকে নিয়ে আলাদা বাড়িতে বসবাস করে আসছিল। এতে প্রায়ই শিউলী বেগম ও আজাদের মধ্য কলহ-বিবাদ লেগেই থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরের দিকে অজ্ঞাত কারণে নিজ বাড়িতে মারা যায় আজাদ। মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকলেও এ ঘটনাটি প্রকাশ করেনি শিউলী বেগম।
পরে রাতে মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়। আজাদের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত আবুল কালাম আজাদের হাতে জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর