যশোরের কেশবপুরে ঘুর্নিঝড় আম্ফানের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকা। ২০ মে সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবে এ উপজেলায় ২৮ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে । ভেঙ্গে পড়েছে ছোট-বড় বিভিন্ন প্রকার লক্ষ লক্ষ গাছ উপড়ে গেছে অসংখ্য শতবর্ষি বৃক্ষ।
২ হাজার ২শ’ পরিবারের ঘরবাড়ি উড়ে গেছে ঝড়ের আগ্রাসী তাণ্ডবে। শবজি, পাট, পান আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।খত বিখ্যাত হয়েছে বিদ্যুতের তার ভেঙেছে বৈদ্যুতিক পোল নতুন সংযোগ দেওয়া পিলারগুলো পানির ভিতরে পড়ে গেছে এ যেন ঝড়ের ভয়ানক ক্ষুধা। সপ্তাহের বেশি দিন ধরে বিদ্যুতবিহীন হয়ে আছে উপজেলার যোগাযোগ।
উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন শবজি, পাট, পান ও আমসহ বিভিন্ন কৃষিজাত ফসলের ১৩ কোটি ৬৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আম ও পানের সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে।
কেশবপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম বলেন, ঘুর্নিঝড় আম্ফানের আঘাতে উপজেলার মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুত,ঘর বাড়ি, কৃষিজাত ফসল সহ বিভিন্ন সেক্টরে প্রায় ২৮ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতির সাধিত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এই ক্ষতি সামাল দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছেন।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।