রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের পাগলা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এছাড়া মটর সাইকেল আরোহী অপর এক যুবক গুরুতর আহত হয়েছে । ঈদের দিন সোমবার দুপুর পৌন তিনটার দিকে উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের টাংগাব গ্রামে ডাকবাংলো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বড়বাড়ি গ্রামের অনীক (২২) ও রিয়াদ (২১) । গুরুতর আহত যুবকের নাম আশিক (২২), তার বাড়ি একই এলাকায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খান বাহাদুর ইসমাইল সড়কের টাংগাব গ্রামে ডাকবাংলো বাজারের কাছে টাংগাব ফাজিল মাদ্রাসা মোড়ে দ্রুতগামী একটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে অনীক ও রিয়াদ নামে দুই যুবক মারা যায় । গুরুতর আহত অবস্থায় আশিক নামক যুবককে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে । প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই তিন যুবক একটি মোটর সাইকেল করে টোক-ডাকবাংলো বাজার এলাকার বানার নদের বানার সেতু পেরিয়ে এ এলাকায় ঘুরতে এসেছিল ।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।