-
- ত্রান বিতরণ, প্রক্রিতিক দুর্যোগ, বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগ
- ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে পুলিশের ত্রাণ বিতরন
- প্রকাশিত হয়েছে: মে, ২৫, ২০২০, ৫:৩৭ অপরাহ্ণ
- 298 জন দেখেছে
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর :
জামালপুরের ইসলামপুরে হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেছেন থানা পুলিশ। রবিবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩৮টি পৌর শহরের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া।
উপজেলা গুঠাইল বাজারের কালো বাজারীদের গুডাউন থেকে ভ্রাম্যমান আদালতের জব্দকৃত চাল বিজ্ঞ আদালত পুলিশ কে হত দরিদ্রদের মাঝে বিতরনের নির্দেশ দেন। পরে ইসলামপুর থানা পুলিশ জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম বারের দিক নির্দেশনায় হত দরিদ্রদের মাঝে এই চাল বিতরন করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুন নাসের বাবুল, ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,প্যানল মেয়র শ্রী অংকন কর্মকারসহ থানা পুলিশের অন্যন্যা সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর