নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম,, গাজীপুর জেলার,শ্রীপুর উপজেলার, বরমী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ জামিল হাসান দূর্জয়ের নির্দেশনায় শ্রীপুর উপজেলা বিআরডিবির সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আশিক বিন ইদ্রিছের উদ্যোগে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ অসহায়, দুস্থ,প্রতিবন্ধী পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি, বালিয়াপাড়া,লাকচতল ও দেদুয়ার গ্রামের অসহায়, দুস্থ, প্রতিবন্ধীরা সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার সামগ্রী নিয়ে যায়, ঈদ উপহার সামগ্রীর মাজে ছিল সেমাই, চিনি,গুড়াদুধ ও সাবান।
এসময় আরও উপস্থিত থেকে সহযোগিতা করেন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সদস্য আজিজুল হক দপ্তরী,সভাপতি বরমী ইউনিয়ন কৃষক লীগ, রাসেল মিয়া সদস্য বরমী ইউনিয়ন যুবলীগ, জাফর আহমেদ, মাহবুবুর রহমান, রুবেল পারভেজ, আসাদুজ্জামান, রানা মৃধা, হেলাল মিয়া প্রমূখ।
এসময় স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিক বিন ইদ্রিছ বলেন ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করার জন্যই আমাদের এই চেষ্টা যাতে ঈদের দিন কেউ না খেয়ে থাকে এরই জন্য আমরা উপহার সামগ্রী বিতরণ করছি, আমি সকলকে সচেতন থাকার ও প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হবার জন্য অনুরোধ করবো এবং সকলের সু- স্বাস্থ্য কামনা করছি।
ঈদের উপহার সামগ্রী পেয়ে সকলেই খুশি হন এবং স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
NEWS EDITOR
MD. Nazmul Islam