আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি হলো ঈদ উল ফিতর। বিশ্বের মুসলিম দেশে ঈদের দিন হল সব চেয়ে বড় দিন নামে সবাই চেনে। ঈদ উল ফিতর হলো ত্যাগের উৎসব।
এই দিনটিতে মুসলমানেরা তাদের একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ক্ষমা করে দি। এবং একে অপরকে সহযোগিতা করি মহামারী কারণে । তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে পালংখালী ইউনিয়নসহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। এই কামনা করি এবং মহামারী করোনার কারণে সরকারি নির্দেশ মেনে উদ উদযাপন করি।
শুভেচ্ছান্তে
জনাব শাহাব উদ্দিন সাধারণ সম্পাদক
বাংলাদেশ কৃষক লীগ পালংখালী
ইউনিয়ন শাখা।