লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৬জন রোগীর মাঝে জন প্রতি ৫০হাজার টাকার চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর পৌর মেয়র আ: কাদের সেখ ও উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন সহ আরো অনেকেই।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।