এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকে ।।
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় ভবানীপুর ব্লকের রামনগর গ্রামে সোমবার(১৮মে) নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ ( এসএইচপিটিপি ) প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু কৃষি সম্প্রসারণ অফিসার আব্দল মমিন , উপজেলা কৃষি অফিসার মুহম্মদ আরশেদ আলী চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে
অতিথি বৃন্দ চাষী ভাইয়েদের বারিসিম-৪ জাতের সিম উৎপাদন ও পরিচর্যা বিষয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। এসময় এসএমই কৃষক আসানউদ্দীন সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন ।
বাংলা নিউজ টিভি , বার্তা বিভাগ ১: