আলী হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে রাঙ্গামাটি পৌরসভা কর্তৃপক্ষ প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর শুরু থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর পাশাপাশি ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ৭নং ওয়ার্ড এর প্যানেল মেয়ের মোহাম্মদ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার সকাল থেকে ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
এবিষয়ে রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোহাম্ম জামাল উদ্দিন পৌরসভা বাসীর উদ্দেশ্যে তিনি বলেন। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো রাখতে, নিরাপদে রাখতে আপনার একটু চেষ্টা করুন, নিজে ভালো থাকতে ও অন্যকে সুরক্ষিত রাখতে। অদৃশ্য এই মহামারী থেকে আমরা মুক্ত হব জয়ী হব ইনশাল্লাহ।
বাংলা নিউজ টিভি , বার্তা বিভাগ ১: