-
- অর্থনীতির চাকা, ত্রান বিতরণ, রংপুর বিভাগ
- কুড়িগ্রামে ১ হাজার প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে গ্রামীণ ব্যাংকের ত্রাণ বিতরণ
- প্রকাশিত হয়েছে: মে, ১৮, ২০২০, ৮:৫০ অপরাহ্ণ
- 278 জন দেখেছে
আনারুল ইসলাম রানা কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামে এক হাজার প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে এক মাসের খাদ্য সহায়তা বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক।
সোমবার (১৮ মে) দুপুরে চিলমারী উপজেলার থানাহাট অফিস চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম জোনের জোনাল ম্যানেজার স্বপন কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আহসান হাবীব, শাখা ব্যবস্থাপক তাপস চন্দ্র সরকারসহ অন্যান্যরা।
জেলার ৪৬টি স্পটে ১ হাজার ভিক্ষুক ও প্রতিবন্ধী বাছাই করে প্রতিজনকে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ লিটার তেলসহ ২ হাজার ৬শ টাকার খাদ্য সামগ্রী ও নগদ ৬শত টাকা করে দেয়া হয়।
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর