এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রথমবারের মত নায্যমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)’র পণ্য বিক্রয় করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চিথলিয়াপাড়া এলাকায় টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। অসহায় এসব মানুষের জন্য উপজেলা পরিষদের সহায়তায় নায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রাণঘাতী করোনা প্রভাবে সমাজের নানা শ্রেণির মানুষ অসহায় হয়ে পড়েছেন। এসব মানুষের পাশে দাড়াতে এবং করোনা প্রভাবে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের উপজেলায় টিসিবি’র ডিলার না থাকায় তিনি নিজে জেলা শহরের একজন ডিলারের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে উপজেলায় প্রথমবারের মত ৬ শতাধিক পরিবারের মাঝে নায্যমূল্যে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রয় করা হয়েছে।
উল্লেখ্য পর্যায়ক্রমে টিসিবি’র সকল পণ্য নায্যমূল্যে উপজেলার সব এলাকায় বিক্রয়ের ব্যাবস্থা করা হবে বলেও জানান উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
বাংলা নিউজ টিভি , বার্তা বিভাগ ১: