-
- আইন ও বিচার, চট্টগ্রাম বিভাগ, দুর্নীতি ও অপরাধ, বিশেষ সংবাদ
- তালিকা ভুক্ত ৭ নামের চাল আত্মসাৎ ডিলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের ।
- প্রকাশিত হয়েছে: মে, ১৫, ২০২০, ১১:৫১ অপরাহ্ণ
- 320 জন দেখেছে
শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা ব্যুরো প্রধান । গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের আব্দুল কাদের মিয়ার পুত্র জাইদুল ইসলাম, খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার ।
দীর্ঘ ৪ বছর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চুড়ান্ত তালিকায়, ছাবেদ আলী, আব্দুল মালেক মিয়া, করিম মিয়া, ছক্কু মিয়া, মমিনা বেগম, রাজ্জাক মিয়ার, নাম থাকলেও মাত্র একবার চাল পেয়েছে মর্মে ভুক্তভোগী পরিবার গুলি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের ।
অভিযোগে আরো উল্লেখ করেন যে, ডিলার জাহিদুল ইসলাম, নিজ পিতা, মাথা, ভাই, বোন, ভাবি, তাওয়াই মাওয়াইয়ের নামে ৩০ টি কার্ডের তালিকা ভুক্ত করে কর্মসুচির চাল উত্তোলন করে আচ্ছেন ।
গত ১৩ ইং তারিখে ডিলার জাহিদুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন, আবেদ আলী, ছক্কু মিয়া ও রাজ্জাক মিয়া ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি লুতফুল হাসানের সঙ্গে কথা হলে তিনি জানান, ডিলার জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
অন্যদিকে স্থানীয় এলাকাবাসীর ডিলার জাহিদুল ইসলামের ডিলারি প্রত্যাহার জোর দাবি জানিয়েছেন তারা
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর