এল এফ লিটন সরকার দেওয়ানগঞ্জ প্রতিনিধি, জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার চর ভবসুর পুর্ব পাড়া, মধ্যপাড়া,গাবতলি, চর বাহাদুরাবাদ,ফারাজিপারা, চুনিয়াপারা গামারিয়া সহ বিভিন্ন গ্রামের শতাধিক দুঃস্থ নারী পুরুষের মধ্যে চাল,ডাল, আলু,পেয়াজ,লবন,তেল, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন,দেওয়ানগঞ্জ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা& পরিচালক ‘সালেহীন বরকত উল্লাহ্ (শাওন মন্ডল) ও অন্যতম উপদেষ্টা বায়েজিদ বোস্তামী। এতে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক খাদেমুল ইসলাম। অন্যদের মধ্যে,উপস্থিত ছিলেন,এসোসিয়েশনের সদস্য,রাসেল, আকাশ,রায়হান,সিদ্দিক সহ অন্যান্য। ঈদ এর আগে পুনরায় ত্রান প্রদানের কথা বলেন,এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
NEWS EDITOR
MD. Nazmul Islam