নাহিদ পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মহিপুরে জীবনেরনিরাপত্তা চেয়ে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার গণমাধ্যম কর্মিমীদের কাছে এক ণিখিতঅভেযোগ করেন। এ অভিযোগে মহিপুরের শহিদ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানেরনাতি মিজানুর রহমান বলেনগত ২৭ এপ্রিল তাদের নিজস্ব বসতভিটার গাছের ঠাল কাটাকে কেন্দ্র করে তার বাবা শহিদ মুক্তিযোদ্ধার বড় ছেলে আইয়ুব খান বাচ্চু, এবং তার মা শহিদ মুক্তিযোদ্ধার স্ত্রী হোরেয়া বেগম (৮০) ও তার উপরে পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্র (বগি, দা) দিয়ে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় তার আপন চাচা শহিদ মুক্তিযোদ্ধার মেজ ছেলে জাকির হোসেন খান, তার বড় ছেলে সাইফুল ইসলাম রুবেল, মেজ ছেলে রাসেল, এবং সেজ ছেলে রাজু এবং তার স্ত্রী রোকেয়া বেগম। এসময় হত্যার উদ্দেশ্যে আইয়ুব খানের উপরে হামলাকারীরা এলোপাথারি কোপ দিলে গুরুতর তার মাথায় এবং বাম চোখে আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয় বর্তমানে তার চোখের অবস্থা আশঙ্কাজনক।
মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার এস আই তারেক মাহামুদ জানান, মামলার তদন্ত চলমান শীগ্রই এর চুরান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
NEWS EDITOR
MD. Nazmul Islam