লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের আওতায় করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব শুভ উদ্বোধন করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি। মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মির্জা আজম এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন,জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ সালেহ ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রধান তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ মোশায়ের উল ইসলাম, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস প্রমূখ। উদ্বোধন অনুষ্ঠানটি স ালনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।
NEWS EDITOR
MD. Nazmul Islam