-
- চট্টগ্রাম বিভাগ, দুর্নীতি ও অপরাধ, প্রশাসন
- গাইবান্ধায় বিক্রি না করে তরল ডেটল মজুদের দায়ে ব্যাবসায়ীকে জরিমানা
- প্রকাশিত হয়েছে: মে, ১২, ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ণ
- 231 জন দেখেছে
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ,বিক্রি না করে জীবাণুনাশক তরল ডেটল ও হ্যান্ডওয়াশ অবৈধভাবে মজুদের দায়ে গাইবান্ধা শহরের স্টেশন রোডের সান্দারপট্টিতে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মুন্না বিশ্বাস ও র্যাব সদস্যরা।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, সম্প্রতি এক ব্যক্তি ওই দোকানে গিয়ে জীবাণুনাশক তরল ডেটল চান। দোকানে থাকার পরও ওই দোকানের ব্যবসায়ী না দিয়ে বলেন যে ডেটল নাই। পরে ওই ব্যক্তি আমার কাছে অভিযোগ দিলে সোমবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই দোকানে তিন কার্টুন জীবাণুনাশক তরল ডেটল ও হ্যান্ডওয়াশ মজুদ অবস্থায় পাওয়া যায়। তাই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পণ্য বিক্রি না করে অবৈধভাবে মজুদের দায়ে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর