কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি কামাল হোসেন বিপ্লব:গাজীপুরের কালিয়াকৈরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন হয়ে খাদ্য সংকটে থাকা তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা যুবলীগ। সোমবার দুপুরে উপজেলার দেওয়ার বাজার এলাকায় এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।
গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের এক নির্দেশনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে খাদ্য সংকটে থাকা সাধারণ মানুষদের পাশে দাঁড়ানো কথা বলেছেন।এরই প্রেক্ষিত্রে যুবলীগের উদ্যোগে উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে নতুন তালিকা করে আরও খাদ্য সহায়তা বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,জেলা যুবলীগের আহবায়ক সদস্য মনোয়ার হোসেন শাহিন,জেলা যুবলীগের সদস্য আজিজুর রহমান জন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, ঢালজোড়ার ইউনিয়নের চেয়ারম্যান আকতারউজ্জামান,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,পৌর যুবলীগের সহ সভাপতি ইব্রাহীম খলিল বাবুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
,
NEWS EDITOR
MD. Nazmul Islam