-
- ত্রান বিতরণ, প্রক্রিতিক দুর্যোগ, বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগ
- নান্দাইলে করোনা দূর্যোগে সাড়ে সাতশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান
- প্রকাশিত হয়েছে: মে, ১০, ২০২০, ১:৩৪ পূর্বাহ্ণ
- 279 জন দেখেছে
মোঃ ফজলুল হক ভুইয়া ময়মনসিংহ প্রতিবেদক::
করোনা পরিস্থিতিতে সাড়ে সাত শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “আমরা চর বেতাগৈর ইউনিয়নবাসী গ্রুপ”। শনিবার (০৯ মে ) নান্দাইল উপজেলার ১৩ নং এর বেতাগৈর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি করে ডাল, চিনি, মুড়ি, এক লিটার তেল ও ১ টি করে ম্যাক্স, হেক্সাসল । “ আমরা চর বেতাগৈর ইউনিয়নবাসী গ্রুপ” এর নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শামীম আল মামুন, এডভোকেট মোস্তাফিজুর রহমান সাদেক, চর বেতাগৈর ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এরশাদুল করিম রাসেল, ফরিদ উদ্দিন শাহীন, সাজ্জাদ হোসেন সজীব, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আবু আক্তার ফরিদ দুলাল, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর