-
- ঢাকা বিভাগ, বাংলাদেশ, সড়ক ও জনপদ
- আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- প্রকাশিত হয়েছে: মে, ১০, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
- 559 জন দেখেছে
শহিদুল্লাহ সরকার
ঢাকার আশুলিয়ায় লড়ি চাপায় হিমেল (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (১০ মে) আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার লিটল ইতালি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় লড়ি কিংবা চালককে আটক করতে পারে নি পুলিশ।
নিহত হিমেলের বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে। তবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। আহতরা হলেন টঙ্গাবাড়ি এলাকার হেলা মাদবরের ছেলে মারুফ ও হামেদের ছেলে আলমগীর।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ওই এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আশুলিয়া যাচ্ছিলো হিমেল ও আরও দুইজন। টঙ্গাবাড়ি এলাকার লিটল ইতালি রেস্টুরেন্টের সামনে পৌছলে দুর্ঘটনাবশত মোটরসাইকেলের চাকা পিছলে ছিটকে পড়ে যায় তারা। পরে পিছন থেকে আসা দ্রুতগতির অজ্ঞাত একটি লড়ি হিমেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় হিমেল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক তারেক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেই সাথে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর