-
- আইন ও বিচার, ময়মনসিংহ বিভাগ, মাদক দ্রব
- ময়মনসিংহে ৮০০ পিসসহ তিন ইয়াবা ব্যববসায়ী আটক
- প্রকাশিত হয়েছে: মে, ৬, ২০২০, ৭:১৭ অপরাহ্ণ
- 277 জন দেখেছে
ময়মনসিংহ বিভাগীয় প্রতিবেদক:ফজলুল হক ভুঁইয়া
ময়মনসিংহের নান্দাইলে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে একটি গাড়িসহ আটক করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
বুধবার সারে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল সদর থেকে ৫ কিলোঃ দূরবর্তী
নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে নাম্বারবিহীন পিকআপ গাড়িসহ তিন ইয়াবা বেপারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, চন্ডিপাশা ইউনিয়নের বীর ঘোষপালা গ্রামের আ. কদ্দুসের ছেলে আবুল বাশার, পাছপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে তানবীর আকন্দ হোসেন রাজ, ভাটি চাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাগর।
একাধিক সুত্রে অাটককৃতরা দীর্ঘদিন এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে অাসছিল।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর অাহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান,এবিষয়ে মামলার রুজুর প্রস্তুতি চলছে।
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর