ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ মহোদয়ের নির্দেশনায়, মাগুরা জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আমমার হোসেন আজ বুধবার ৬ই মে সকাল ১০ টার সময় প্রথমে মাগুরা শ্রীপুর উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ে ও দুপুর ১২টার সময় কাদির পাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ৩০০টি দুস্থ ভিডিপি সদস্য-সদস্যা পরিবারদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন। জনপ্রতিঃ- চাউল ০৫ কেজি, ডাউল ০১ কেজি, তেল ১ লিটার, পিয়াজ ১কেজি, আলু ২ কেজি, সাবান ১টি, মাক্স ১টি।
খাদ্য সামগ্রী বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার আনসার ও ভিডিপি অফিসার জনাব টিপু সুলতান গাজী, সদর উপজেলা আনসার প্রশিক্ষক জনাব টিপু বিশ্বাস, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াছিন আরাফাত, কাদির পুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলি, শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জনাব রোকন উদ্দীন,
শ্রীপুর উপজেলা আনসার প্রশিক্ষিকা মমতাজ বেগম,আনসার ভিডিপির গোয়েন্দা সংস্থার সদস্য এবং ইউনিয়ন দলপতি, দলনেত্রী ও আনসার কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।