টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বাবনাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেন সকল মুক্তিযোদ্ধারা।
রবিবার (০৩ মে) বিকাল ৪.৩০ টায় নাগরপুর উপজেলার বাবনাপাড়া তার নিজ বাসভবনের সামনে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা ও জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন (৬৬) রবিবার সকাল ১১ টায় নিজ বাস ভবনে দীর্ঘদিন ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন। (ইন্না……….রাজিউন)। উল্লেখ্য করোনার কারণে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পরেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া সম্ভব হয়নি।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন বলেন, মরহুম মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দিন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি
বাংলা নিউজ টিভি , বার্তা বিভাগ ১: