শালিখায় কৃষকের ধান বাড়িতে পৌছে দিল চ্যানেল এস টিভির সাংবাদিক
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি:– কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই-স্লোগান নিয়ে রবিবার ৩ই মে মাঠে নামে চ্যানেল এস শালিখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এইচ.এম রাজিব। করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে মাগুরা জেলার শালিখা উপজেলার কৃষক হরিশপুর গ্রামের মহব্বতের দুই বিঘা জমির পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়। শালিখা উপজেলার সাংবাদিক চ্যানেল এস প্রতিনিধি এইচ.এম রাজিব এর নেতৃত্বে দুই বিঘা পাকা ধান কেটে দিতে এগিয়ে আসে উপজেলার সাংবাদিক সহ স্থানীয় স্বেচ্ছাসেবক । রবিবার ৩ই মে সকাল থেকে উপজেলা সাংবাদিক এইচ.এম রাজিব এর নেতৃত্বে মহব্বত আলীর দুই বিঘা জমির পাকা ধান কেটে তা ঘরে তুলে দেন। পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক মহব্বত আলী। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা এগিয়ে না এলে আমার দুই বিঘা জমির পাকা ধান জমিতেই নষ্ট হতো। সাংবাদিকদের সবসময়ই বিপন্ন মানুষের পাশে থাকবে জানিয়ে শালিখা উপজেলার সাংবাদিক এইচ.এম রাজিব বলেন, ‘শুধু শালিখা নয়, আশপাশের উপজেলার যেখানেই কৃষক শ্রমিক সংকটে পড়বে সেখানেই ছুটে যাবে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন ।
NEWS EDITOR
MD. Nazmul Islam