.বাংলাদেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৬৬৫ জন করোনা রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদন ,দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরও ২ জন। এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৫৫ জন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জন। আজ রবিবার (৩ মে) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫২১৪টি, পরীক্ষা করা হয়েছে ৫৩৬৮টি। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, দুজনের একজন শিশু (১১-২০ বছর) ও অপরজন ষাটোর্ধ্ব বয়সের। তাদের একজন রংপুরের ও অপরজন নারায়ণগঞ্জের। নাসিমা সুলতানা আরো জানান, এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০৬৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৫ জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে নেয়া হয় ১৬৩৭ জনকে। উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
NEWS EDITOR
MD. Nazmul Islam