-
- প্রশাসন, মাদক দ্রব, শোক
- নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
- প্রকাশিত হয়েছে: মে, ৩, ২০২০, ৮:৫৬ অপরাহ্ণ
- 266 জন দেখেছে
নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নিজস্ব প্রতিবেদক,নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ফিরোজ নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ফিরোজ একজন মাদক কারবারী। শনিবার (২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ফিরোজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ইউনুছ পাটোওয়ারী বাড়ির ছেলে। তারা বাবার নাম খোরশেদ আলম।
পুলিশ জানায়, ফিরোজের বিরুদ্ধে থানায় মাদকসহ ১২টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, রাতে মাদক বিক্রির খবর পেয়ে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারী ফিরোজ গুলিবিদ্ধ হন। তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
NEWS EDITOR
MD. Nazmul Islam
More News Of This Category এই বিভাগের আরও খবর