রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ গফরগাঁও উপজেলা গফরগাঁও ইউনিয়ন ঘাগড়া সোনা মিয়ার বাজারে প্রতিবন্ধী নাজমুলের দোকানে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী আশরাফুল আলম সুমন সহ এলাকাবাসী জানান,গত কাল ভোরে সেহরির কোন এক সময় চোরের দল প্রতিবন্ধী নাজমুলের দোকানের তালা ভেঙে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অসহায় প্রতিবন্ধী নাজমুল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট,এক পা না থাকায় দীর্ঘদিন যাবৎ মুদির দোকান দিয়ে ব্যবসা করছে ঘাগড়া সোনা মিয়ার বাজারে।এর আগেও কয়েকবার এই দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে বলে জানান। প্রতিবন্ধী অসহায় নাজমুলের বাড়ি উস্হি পালটিপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।