বিশেষ প্রতিবেদক।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর পুঠিবনিয়া বসত-ভিটার সামনে ইয়াবা খেতে বাধা দেওয়ায় চিহ্নিত ইয়াবা কারবারী গং বসত-ভিটার ঘেরা-বেড়া ভাংচুর ও গাছপালা কেটে দিয়েছে। তাদের সংঘবদ্ধ হামলায় ৪ জন আহত এই ব্যাপারে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, ৩০ এপ্রিল দুই ঘটিকার সময় পুঁঠিবনিয়া গ্রামে মোবারক আলীর ঘরে ও কামাল হোসেন স্ত্রী উপর হামলা করে মার্বেল্লা নামে এক ইয়াবা কারবারি তিনি কিছুদিন আগে চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এসে একটি সিন্ডিকেট তৈরি করে উক্ত সিন্ডিকেট রয়েছে অস্ত্র ধারালো কিরিচ সহ সেই পুঁঠিবনিয়া গ্রামের মোবারক আলীর বোনের সাথে মধ্যেপান করে খারাপ আচরণ করিলে মোবারক আলী বাঁধাগ্রস্ত করিলে তাহার ছেলে কে মারধর করে পরে স্হানীয় কিছু মহিলা বাঁধা করিলে কামাল হোসেন এর স্ত্রী উপর হামলা চালায় নুরু মিয়ার ছেলে মোহাম্মদ আলী প্রকাশ (মারভেল্লা) এই ব্যপারে উখিয়া থানায় একটি অভিযোগ করেছেন কামাল হোসেন।
এ বিষয়ে স্হানীয়দের মাঝে আতংক রয়েছে দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র ও ধারালো দা দিয়ে ঘর ভাংচুর সহ মহিলাদের মারধর করায়। সাথে সাথে স্হানীয়রা বিজিবি কে অবহিত করিলে বিজিবি স্পেশাল টিম এসে পরিদর্শন করে ততক্ষণে তাহারা পালিয়ে যায়, এবিষয়ে ভাদিতলি গ্রামের আতংক বিরাজ করছে এ বিষয়ে স্হানীয়দের সাথে কথা বলে জানাযায় উখিয়া উপজেলা আওয়ামিলীগ এর সম্মানিত সদস্য আবদুল মাবুদ মেম্বার ও পালংখালী ইউনিয়ন পরিষদ এর দফাদার রশিদ, বিশিষ্ট আওয়ামিলীগ নেতা আবদু রশিদ সওদাগর, মনু মিয়া স্হানীয় সরদার জাফর আলম সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন মারভেল কে দ্রুত গ্রেফতার দাবি জানিয়েছেন হয়তো ভবিষ্যতে এই গ্রুপের হাতে জিম্মি হতে না হয়, এলাকা বাসী কে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।