খলিলুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে তৃতীয় ধাপে তারাগঞ্জ চাউল মার্কেটের ভাই ভাই ট্রেডার্সের ত্রাণ বিতরণের পর রমজান মাসে ২০ টি পরিবারের ৮০ জন মানুষকে ইফতার- করানোর সিদ্ধান্ত নিয়েছেন ভাই ভাই ট্রেডার্স এর মালিক হাজী নমির উদ্দিন।
এই ব্যবসায়ী জানান, করোনার কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া ২০ টি পরিবারের ৮০ জন মানুষকে ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছি। রমজানের ৩০ দিনে তাদের বাড়িতে ইফতার সামগ্রী পাটানো হবে।
এর আগে বৃহস্পতিবার (১৬এপ্রিল ) বিকালে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া, ডাঙ্গাপাড়া ও কুর্শা আদর্শ গ্রামের মোট ৫৫০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরন করেন তিনি। ভাই ভাই ট্রেডার্স এর মালিক হাজী নমির উদ্দিন বলেন আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবি নামাজ বাসায় আদায় করবেন, রোজা রাখবেন ও সরকারি নির্দেশ মেনে চলবেন। মহান আল্লাহর নিকট দোয়া করবেন যেন এই মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।