খলিলুর রহমান
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের তাতীপাড়া গ্রামের নরসুন্দরদের মাঝে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নিজস্ব তহবিল থেকে ত্রান করা হয়েছে ।
করোনার কারনে তাতীপাড়ার ৮টি নরসুন্দর পরিবার আনাহারে দিন যাপন করছিলেন। তাদের আয়ের মাধ্যম (সেলুন) বন্ধ থাকায় রোজগার বিহীন দিন কাটছিল ওই পরিবার গুলোর। বেচে থাকার জন্য মুঠোফোনের মাধ্যমে সাহায্যের জন্য আবেদন করেছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম এর কাছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় পুলিশ সুপারের নির্দেশনায় তাৎক্ষনিক তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলীর মাধ্যমে ওই তালিকা নিয়ে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
করনার সময়ে খাবারের অভাবে করুন দিনাতিপাত করছিলেন। পুলিশ সুপারের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন তাতিপাড়ার নরসুন্দররা।
ওসি জিন্নাত আলী বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের জন্য এমন মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি অনেক পরিবারকেই। খেটে খাওয়া পরিবারগুলো এ সময়টাতে খুব কষ্টে আছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।