-
- আইন ও বিচার, ঢাকা বিভাগ, দুর্নীতি ও অপরাধ, বাংলাদেশ, মাদক দ্রব, সড়ক ও জনপদ
- দেশের লকডাউন অবস্থাতেও থেমে নেই মাদক ব্যবসায়ীরা।
- প্রকাশিত হয়েছে: এপ্রিল, ২৩, ২০২০, ৮:১৪ অপরাহ্ণ
- 345 জন দেখেছে
শহিদুল্লাহ সরকার
ঢাকা জেলার আশুলিয়া এলাকা অভিযান চালিয়ে ৪২১ বোতল ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ সহ ০৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। ২২শে এপ্রিল বুধবার সকাল ০৬.৩০ মিঃ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে আশুলিয়া নবীনগর বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৪২১ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাকসহ আসামী (১) মোঃ শফিক সিকদার (৩২), জেলা-শরীয়তপুর, (২) মোঃ রণি বেপারী (৩৭), জেলা-জামালপুর এবং (৩) মোঃ শামীম (১৯), জেলা-মাদারীপুরদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলা হতে গোপনে ট্রাকের কেভিনের অভ্যান্তরের উপরিভাগে বিশেষ কৌষলে রুপান্তরিত প্রকোষ্ঠে ফেন্সিডিল বহন করে পুরাতন ঢাকাসহ কেরানীগঞ্জ, জাজিরা ও আশপাশ এলাকায় ডিলারদের নিকট সরবরাহ করে থাকে। উল্লেখ্য আসামীদের নামে ভিবিন্ন থানায় পৃথক পৃথক মাদক এবং খুনের মামলা রয়েছে।
উপরোক্ত আসামি আশুলিয়া থানায় সর্পণ করা হয়েছে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর