আবু হুরায়রার রাসেল
কেশবপুরে ভ্রাম্যমান আদালতে, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে ২৩ শে এপ্রিল ৫-ব্যবসায়ীকে, এই জরিমানা প্রদান করেন। জরিমানা প্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা বাজারে কাপড় ব্যবসায়ী, দোকান খুলে রাখার অপরাধে জিয়াউর রহমানকে ১হাজার , হার্ডওয়ার ব্যবসায়ী মঙ্গলকোট গোলাম ফারুক ১হাজার ,স মিল মালিক আলতাপোল ইলাহি মোড়ল কে ১ হাজার ,আসাদুর রহমান হেলমেট না থাকায় মোটরসাইকেল চালানোর অপরাধে পাঁচশত টাকা, ও পেঁয়াজ আদা রসুন ব্যবসায়ী দাম বেশি নেওয়ার অপরাধে, নুরুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
উপজেলা ভুমি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইরুফা সুলতানা, উপজেলার বিভিন্ন হাট-বাজার প্রদর্শন করে এই জরিমানা করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ভূমি অফিসের পেশকার মোঃ ফারুক হোসেন, অফিস সহায়ক নাসির উদ্দিন, যুলফিকার হাসান( লিটন) সেনা ও পুলিশ সদস্যরা ।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।