অসহায় বর্গা চাষীর ধান কেটে দিলো মাহবুব হাসানের নেতৃত্বে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ।
নিজস্ব প্রতিবেদক ঃ নাজমুল ইসলাম ,মহামারী করোনা ভাইরাসের প্রভাবে যখন সহায় সম্বলহীন কৃষকের পাকা বোরো ধান ঘোলায় উঠবে কিনা সন্ধেহ ছিলো তখন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং গাজীপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গাজীপুর ৩ আসনের সাংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন সবুজ ভাই এর নির্দেশনায় গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী মানবিক ছাত্রনেতা মাহাবুব হাসান এর নেতৃত্তে ৩০ জন ছাত্রলীগের নেতা কর্মী সামাজিক দূরত্ব বজায় রেখে কাস্তে হাতে মাথায় গামছা ও পরনে লুঙ্গি পরে ২ বিঘা জমির ধান কাটা থেকে ধান মারাই করার কাজ নিজ হাতে করে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ। উল্লেখ্য ছাত্র নেতা মাহাবুব হাসান খবর পান শ্রীপুরের কাওরাইদের ৯ নং ওয়ার্ডের দরিদ্র রিক্সা চালক বর্গা চাষী জনাব আব্দুল আওয়াল নামের এক চাষী পরের জমী আবাদ করেন, করোনা ভাইরাসের প্রভাবে কাজের লোক সংকট ও বিরুপ পরিস্থিতির কারনে ধান কাটতে পারছেন না কৃষক আব্দুল আওয়াল, খবর পেয়ে ছাত্র নেতা মাহাবুব হাসান তার নেতৃত্তে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ ও কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগ কে সাথে নিয়ে কাজ করে কৃষকের বাড়ীতে ধান পৌঁছেদেন। মাহবুব হাসান বলেন তিনি দেশের ক্লান্তি লগ্নে কৃষী প্রধান দেশের কৃষকদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত আছি,পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
NEWS EDITOR
MD. Nazmul Islam