টাংগাইল প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণ কে রক্ষার জন্য সারা দেশে চলছে লকডাউন । সেই ধারাবাহিকতায় লকডাউন জোরালো করতে কঠোর অবস্থানে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন ।মঙ্গলবার ( ২১ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় সহবতপুর, জাঙ্গালিয়া, বেকড়া, সলিমাবাদ, তেবাড়িয়া, ধুবড়িয়া ইত্যাদি স্থানে সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, ইলেকট্রনিক্সের বিভিন্ন দোকান খোলা রাখা, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন করতে না পারা, বিকাল ৫ টার পরও দোকান খোলা ইত্যাদি নানা অপরাধে ১৪টি মামলায় ৪১০০ টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর বলেন , নাগরপুরে এ পর্যন্ত ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে । তাই করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকলেই বাধ্যতামূলক ঘরে অবস্থান করুন, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি করোনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।