নাহিদ পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতি
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় কর্মহীন মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের
বাদুরতলী গ্রামে শতাধিক নারী পুরুষকে এ খাদ্য সহয়তা দেয়া হয়। জেলা পরিষদ
সদস্য ও কলাপাড়া চেম্বার অব কর্মাস’র সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার
ওইসব কর্মহীনদের হাতে এ সহয়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর শহর
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম বিশ্বাস ও এলাকার গণ্যমান্যবাক্তিবর্গ।
জেলা পরিষদ’র সদস্য মো. ফিরোজ শিকদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায়
পর্যাক্রমে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহয়তা
বিতরণ অব্যাহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলায় তিনি সবাইকে সামাজিক
দুরত্ব বজায় রাখেতে ও ঘরে থাকার আনুরোধ জানান।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।