রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে হত্যার ঘটনাস্থল নিশ্চিতভাবে জানা যায়নি। নিহত হেমন্ত চাকমা বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, ‘কে বা কারা গুলি করে আমার ইউনিয়ন পরিষদ সদস্য হেমন্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার রাত ১০টার দিকে নিহতের খবর শুনলাম। আমি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানানো যাবে।’
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাই জানিয়েছেন, ‘আমরা শুনেছি গুলি করে এক ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। যতক্ষণ না লাশ দেখব, ততক্ষণ নিশ্চিত করে কিছু বলতে পারছি না।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।