-
- ঢাকা বিভাগ, প্রক্রিতিক দুর্যোগ, বাংলাদেশ
- নাগরপুরে স্বেচ্ছায় লকডাউন কয়েকটি গ্রাম
- প্রকাশিত হয়েছে: এপ্রিল, ৯, ২০২০, ৮:৪৫ অপরাহ্ণ
- 314 জন দেখেছে
টাঙ্গাইল প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রশাসন কর্তৃক নাগরপুর উপজেলাকে লকডাউন ঘোষাণা করার
পর থেকে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা করোনার হাত থেকে নিজ এলাকা সুরক্ষিত রাখার জন্য প্রবেশ পথ
বন্ধ করে স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছে।
নাগরপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছায় লকডাউন করা এসব গ্রাম গুলি হচ্ছে, সলিমাবাদ ইউনিয়নের বড় মসজিদের সামনে, গয়হাটার শান্তিনগর নয়াপাড়া, নাগরপুরের পায়শানা ও আন্দিবাড়ী, সহবতপুরের ইরতা, ধুবড়িয়ার দহরপাচুরিয়া, বেকড়ার তিরছা বটতলা, ভাদ্রারার টেংরিপাড়া গ্রাম।এ বিষয়ে তেবাড়িয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আদিল খান বলেন, গ্রামে অবাদে বহিরাগতদের আনাগোনা রয়েছে। করোনার সংক্রমণ থেকে গ্রাম বাসিকে রক্ষার জন্য ছাত্র,
যুবক ও তরুনরা স্বেচ্চায় নিজ উদ্যোগে গ্রামের প্রবেশ পত বন্ধ করে দিয়েছে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর