-
- আইন ও বিচার, প্রক্রিতিক দুর্যোগ, রংপুর বিভাগ, সড়ক ও জনপদ
- পলাশবাড়ীতে সামাজিক দুরত্ব না মানায় ৪ জনার জড়িমানা
- প্রকাশিত হয়েছে: এপ্রিল, ৮, ২০২০, ৯:৪০ অপরাহ্ণ
- 269 জন দেখেছে
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা,
গাইবান্ধার পলাশবাড়ীতে করোনা ভাইরাস রোধে সামাজি দুরত্ব ভাঙার অভিযোগ চার জনের জড়িমানা।
সামাজিক দূরত্ব নিশ্চিত করণে সচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে ৮ এপ্রিল বুধবার সকালে পলাশবাড়ী উপজেলার সদরে অবস্থিত কালিবাড়ি বাজার, তিন রাস্তার মোড় এবং আমবাড়িসহ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যসহ মোবাইল কোর্ট পরিচালনা ও জনগণকে সচেতন করা হয় ।
এ সময় দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় বিভিন্নহারে অপ্রয়োজনে বাজারে দোকান খোলা রাখায় এবং অযথা ঘুরে বেড়ানোয় ০৪ জনকে মোট ২,৩০০ টাকা জরিমানা করা হয় এবং ঘরে ফিরে যাওয়ার আহবান জানানো হয়।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর