-
- আইন ও বিচার, ঢাকা বিভাগ, দুর্নীতি ও অপরাধ, বাংলাদেশ
- বিরুলিয়ায় জামাই বাজার এলাকায় অর্ধগলিত লাশ উদ্ধার
- প্রকাশিত হয়েছে: এপ্রিল, ৭, ২০২০, ১০:৪০ অপরাহ্ণ
- 451 জন দেখেছে
শহিদুল্লাহ সরকার
সাভারের বিরুলিয়া জামাই বাজার এলাকা থেকে কবির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইল এলাকার জামাই বাজারের আব্দুল আলীম বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কবির হোসেন নোয়াখালী জেলার সন্দিপ থানার বাসিন্দা। তিনি বাংলাদেশ বেতারে চাকুরী করতেন। গত ২ বছর ধরে ওই বাড়িতে থাকতেন বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, ওই এলাকার আলীমের বাড়ির কক্ষ থেকে থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গত ৪ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপুর্ব দত্ত বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানতে পারা যাবে। এবিষয়ে
সাভার থানার একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর