-
- চট্টগ্রাম বিভাগ, দুর্নীতি ও অপরাধ, বাংলাদেশ
- নোয়াখালীতে বিয়ে করতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে ১১ মামলার আসামি নিহত
- প্রকাশিত হয়েছে: এপ্রিল, ৭, ২০২০, ১০:৫৩ অপরাহ্ণ
- 421 জন দেখেছে
মোঃ আবদুল্যাহ রানা, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী কুতুবপুরে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে এলোপাতাড়ি কুপিয়ে পরে গুলি করে হত্যা করা হয়েছে ।
নিহত মো. মাহফুজ (৩২) হাজিপুর ইউনিয়নের মো. চেরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) বিকেলের দিকে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে স্হানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে সুমন বাহিনীর সাথে সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাহফুজকে কুতুবপুরে বিয়ে করতে গেলে কনের বাড়িতে সম্রাট বাহিনীর লোকজন তাকে প্রথমে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পরে গুলি করে হত্যা করে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর