গাজীপুর মহানগর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল। এসময় তিনি মাক্স সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি মুকুল সরকার, হাজী শহিদুল, সুমন, মনির সহ স্থানীয় নেতৃবৃন্দ। মামুন মন্ডল বলেন, করুনার কারণে বিপর্যস্ত পুরা বিশ্ব। আমাদের দেশের মধ্যেও শঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, যতদিন দেশের এই দূর অবস্থা থাকবে ততদিন পর্যন্ত তিনি সাধ্যমত গরীব অসহায় দুস্থদের পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা করবেন।