বিশেষ প্রতিনিধি ঃ
আজ ৩ই এপ্রিল রোজ শুক্রবার বারবার নির্বাচিত সফল কাউন্সিলর জনাব আলহাজ্জ আব্দুল আল মামুন মন্ডল সাহেব আগামী দিনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী নিজ উদ্যোগে গাজীপুর মহানগর ফায়ার সার্ভিস এর আঞ্চলিক কমান্ডার নজরুল ইসলাম সাহেব ও বাবুল মন্ডল সাহেব কে সাথে নিয়ে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলা করার জন্য ক্যাম করেছেন।
আজ ডেঙ্গুর আলী সড়ক, বেপারীপাড়া , বটতলা রোড , সুলতান মেডিকেলের রাস্ত, আলহেরা পাম্পের পিছনে পশ্চিম কলমেশ্বর পাড়ায়-মহল্লায় মহড়া দেওয়া হচ্ছে্।
কেউ যেন বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হয় অযথা ঘোরাঘুরি না করে সেই জন্য জরুরি ভাবে সম্মানিত কাউন্সিলরের নেতৃত্বে এলাম ঘোষণা করা হয়েছে, সে প্রিয় নেতার জন্য সর্বস্তরের মানুষের দোয়া চাই।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।