-
- অর্থনীতির চাকা, বাংলাদেশ, ব্যবসা বানিজ্য
- সরকারের দুঃসময়ে পাশে নেই ডিলার পন্য বিক্রি করবে দুইটি প্রতিষ্ঠান
- প্রকাশিত হয়েছে: মার্চ, ৩১, ২০২০, ১১:২৭ অপরাহ্ণ
- 229 জন দেখেছে
রুবেল, গাইবান্ধা থেকেঃ– গাইবান্ধার পলাশবাড়ীতে বুধবার সকাল থেকে ন্যায্য মুল্যে টিসিবির তেল ডাল ও চিনি বিতরন করা হবে।
পলাশবাড়ী কালীবাড়ী বাজারের সাহা ট্রেডার্স টিসিবি ডিলার দীলিপ চন্দ্র সাহা ও তন্নী এন্টার প্রাইজ এর ডিলার রাজীব চন্দ্র সাহা গুদাম হতে এসব ভোগ্যপণ্য ন্যায্য মুল্যে বিতরন করা হবে ডিলাররা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য পলাশবাড়ী উপজেলায় ২০ জন ডিলার থাকলে ও লোকসানের কথা চিন্তা করে সরকারের এই দুঃসময়ে কেউ টিসিবির পন্য সরকারি তহবিল হতে উত্তোলন করেনি।
এসব ডিলারদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর