-
- অর্থনীতির চাকা, করোনাভাইরাস আপডেট, ঢাকা বিভাগ, বাংলাদেশ
- করোনা ভাইরাস আতংকে ঘরে বসে থাকা দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ
- প্রকাশিত হয়েছে: মার্চ, ২৯, ২০২০, ৩:১৬ অপরাহ্ণ
- 555 জন দেখেছে
শহিদুল্লাহ সরকার
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ঘাতকব্যাধি করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন সরকার,
সারাদেশের মত সাভার খাগান এলাকার দিনমজুর মেহনতি মানুষ ঘরে বসে অনাহারে আছেন বলে আমার প্রতিবেদন নজরে আসে। মোঃ তাইজুল ইসলাম এর, তিনি মানবতায় এগিয়ে এসেছেন দিনমজুর মেহনতি মানুষের পাশে, তিনি শনিবার ২৮ শে মার্চ সাভার খাগান এলাকায় করোনা ভাইরাস আতংকে সরকারি নির্দেশ মেনে দিনমজুর মেহনতি মানুষ ঘরে বসে অনাহারে আছেন তাদের মাঝে চাউল ডাউল আলু পিয়াজ সাবান বিতরণ করে প্রমান করেন যে এখনো বাংলাদেশে ভালো মানুষ আছে, এভাবে ধনী ব্যক্তি যারা আছেন সরকারের পাশাপাশি এই দূসময়ে সব এলাকায় দিনমজুর মেহনতি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তাদেরকে বাঁচিয়ে রাখুন মহান আল্লাহ পাক খুশি হয়ে এই বালা মছিমত দূর করবেন।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর