রিপন খান রবিন.নাগরপুর টাঙ্গাইল :
নাগরপুরে কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,তেল,আলু ও সাবান বিতরণ করেছে নাগরপুর উপজেলা পরিষদ।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শনিবার এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি বলেন, সাধারণ মানুষ আজ অসহায়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সব নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। যাতে তারা এই মহামারীতে দুমুঠো খেয়ে বাঁচতে পারেন।
তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই দূর্যোগ মূহুর্তে সকলকে ঘরে আবদ্ধ থাকতে বলেছেন। বিশেষ প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন। আমরা জীবাণু মুক্ত করার জন্য ইতিমধ্যে পানি স্প্রে করেছি এবং সবাই কে সচেতন করতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছি।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।