-
- অর্থনীতির চাকা, আইন ও বিচার, খুলনা বিভাগ, দুর্নীতি ও অপরাধ, প্রক্রিতিক দুর্যোগ, বাংলাদেশ
- শার্শার বাগআঁচড়ায় অসাধু ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- প্রকাশিত হয়েছে: মার্চ, ২৪, ২০২০, ১০:৪১ অপরাহ্ণ
- 348 জন দেখেছে
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধিঃ
শার্শার বাগআঁচড়া বাজারে অসাধু ব্যবসায়ী আড়ৎ ও মুদি দোকানের বিরদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার বাগআঁচড়া বাজারে বিভিন্ন আড়ৎ ও মুদি দোকানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন,করোনা ভাইরাসে মানুষ যখন আতঙ্কিত তখন এটাকে পুঁজি করে বাগআঁচড়া বাজারে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য বেশী মুল্যে বিক্রি করছে। এমন খবরে বিকালে শার্শার বাগআঁচড়া বাজারে অভিযান পরিচালনা করতে গেলে দেখতে পাই দ্রব্য মুল্যের মুল্য তালিকা নেই, চাউল রাখার জন্য চটের বস্তার ব্যবহার না করে প্লাস্টিকের বস্তার ব্যবহার করছে এবং প্রতি বস্তা চাউলে দুইশ’ থেকে তিনশ’ টাকা বেশী দরে বিক্রি করছে।
এ সমস্ত অভিযোগে উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাগআঁচড়া বাজারের রবিউল
স্টোরকে, ৫০ হাজার টাকা,বাবুল স্টোরকে ২৫ হাজার টাকা,বৈশাখী স্টোরকে ২০ হাজার টাকা,বিসমিল্লা স্টোরকে ২০ হাজার টাকা,ইউনুচ স্টোরকে ২০ হাজার টাকা,মওলা ভান্ডারকে
১০ হাজার টাকা, মেসার্স সালাম স্টোরকে ৫ হাজার টাকা,খলিল স্টোরকে ৫ হাজার টাকা, ইসরাফিল স্টোরকে ৫ হাজার টাকা, আল-আমীন ট্রেডার্সকে ২ হাজার,হারুন অর রশিদকে ৫ শত টাকা সহ মোট ১২ জন ব্যসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমান করা হয়। পাশাপাশি সকল দোকানদারকে সাধারণ মানুষকে হয়রানি না করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার জন্য নির্দেশ প্রদান করেন।
তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেক দোকানে মুল্য তালিকাসহ সকল অনিয়ম ঠিক করে নিতে নির্দেশ দেওয়া হয়। শার্শা উপজেলা প্রশাসন সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবেন তিনি আশ্বাস দেন।
বার্তা প্রধান ।
বাংলা নিউজ টিভি।
More News Of This Category এই বিভাগের আরও খবর